বাংলাদেশি ২৯ জেলেকে ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। এসময় তাদের মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে। এছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
ভারতীয় কোস্ট গার্ডের দাবি, শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে মাছ ধরা ট্রলারসহ জেলেরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। এরপর তাদের আটক করে রোববার (১৬ নভেম্বর) সকালে তাদেরকে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এই ২৯ জন বাংলাদেশি সত্যিই মৎস্যজীবী, না কি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলো তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন বাংলাদেশি জেলেরা।
এদিকে নদীয়ার উমরপুর গ্রামে কয়েকজন বাংলাদেশি আত্মগোপনে রয়েছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তাদেরকে আটক করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২ ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়। আটককৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এবি/টিকে