সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজযাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী হয়েছেন। এই ঘটনায় গভীর শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই স্ট্যাটাসে তিনি লেখেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমি ব্যথিত। আমি নিহতদের পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানাচ্ছি।
আমি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এসময় মোদি উল্লেখ করেন, রিয়াদে এবং জেদ্দায় আমাদের দূতাবাস সকল ধরণের সহযোগিতার জন্য তৎপর। আমাদের কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন।
এমকে/এসএন