‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশকে সামনে তুলে ধরতে তার লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল ক্যাম্পেইনও।
কিন্তু গত কয়েক দিনে পরিস্থিতি কিছুটা বদলেছে! প্রতিযোগিতার বিচ বডি বা বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর একাংশের সমালোচনার মুখে পড়েন মিথিলা। একই সঙ্গে ভোটেও পিছিয়ে পড়তে থাকেন তিনি। এ অবস্থায় নানান বিতর্ক ঠেলে আবারও জনগণের প্রতি সরাসরি আবেদন জানিয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আবেগঘন পোস্টে মিথিলা লেখেন,‘পিপলস চয়েস’-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও প্রথমে উঠে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখের পর যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন- কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক “
তিনি আরও যোগ করেন,“যারা আমাদের দেশ নিয়ে হাসি–তামাশা করে, আমরা তাদের উচিৎ জবাব দিতে চাই। দেখিয়ে দিতে চাই বাংলাদেশের পাওয়ার। যদি আপনারা পাশে না থাকতেন, বাংলাদেশ কখনো এত ভোট পেত না।”
ফিলিপাইনের প্রতিযোগীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগের কথাও এসময় বলেন মিথিলা। তিনি দাবি করেন, ‘পিপলস চয়েস’ বিভাগে তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা মিস ফিলিপাইনস ভোট কিনে ভোট বাড়াচ্ছেন।
নিজের পোস্টে মিথিলা লিখেন,“ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না প্লিজ, এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দিন।”
১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে। মিথিলা এসময় বলেন,“পিপলস চয়েস-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে।”
ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।
এমকে/এসএন