টেলিভিশনের পরিচিত মুখ থেকে বড় পর্দার প্রতিভাবান অভিনেত্রী -দিতিপ্রিয়া রায় আবারও আলোচনায়। অল্প বয়সেই অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার নিজের জীবনদর্শন ও পরিশ্রমের শক্তি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তাঁর মতে, সাফল্যের পথে সবচেয়ে বড় অস্ত্র হলো কঠোর পরিশ্রম, আর প্রকৃত পরিচয় আসে নিজের যোগ্যতার মাধ্যমে তৈরি করা সুযোগ থেকে।
দিতিপ্রিয়া বলেন, "কঠোর পরিশ্রমই আমার একমাত্র পরিচয়। সুযোগ পাওয়া নয় -নিজের যোগ্যতায় সুযোগ তৈরি করাই আমার লক্ষ্য।" এই বক্তব্যে যেন তাঁর ভিতরে লুকিয়ে থাকা দৃঢ় ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বিনোদন দুনিয়ার আলো ঝলমলে বাস্তবতায় তরুণ শিল্পীদের অনেকেই ভাগ্য ও সুযোগের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সেখানে দিতিপ্রিয়ার এই দৃঢ়তা নতুন প্রজন্মের জন্য আলাদা দৃষ্টান্ত। দর্শক ও সহশিল্পীরা বলছেন, তাঁর এই মনোভাবই তাঁকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে।
বর্তমানে বড় পর্দা ও ওটিটি -উভয় মাধ্যমেই কাজ করে প্রশংসা কুড়িয়ে চলেছেন তিনি। অল্প বয়সেই এতটা স্বচ্ছ চিন্তা ও আত্মবিশ্বাস তাঁকে নতুন প্রজন্মের আইকনে পরিণত করছে।
পিএ/টিএ