ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান ফুটবলের অন্যতম বড় নাম। রোববার (১৬ নভেম্বর) রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আলবেনিয়াকে ২–০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে ফেলেছেন এই ইংলিশ অধিনায়ক।
ম্যাচের আগে পেলেকে ধরতে মাত্র একটি গোল প্রয়োজন ছিল ৩২ বছর বয়সী কেইনের। তবে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড যেন আলাদা উদ্যম নিয়ে মাঠে নেমেছিলেন। ৭৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করে পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। মাত্র আট মিনিট পর চমৎকার এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করে রেকর্ডটি পেছনে ফেলেন কেইন।
পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল। সেই রেকর্ড ভাঙতে কেইনের প্রয়োজন হলো ১১২ ম্যাচ। বর্তমান মৌসুমে তার দুর্দান্ত ছন্দ আরও একবার ধরা দিলো ক্লাব ও জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ইতোমধ্যে করেছেন ২৮ গোল। বায়ার্ন মিউনিখের অপরাজিত ধারায়ও তার প্রভাব স্পষ্ট।
ইউরোপীয় ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে অন্যতম ফেভারিট হবেন হ্যারি কেইন। তার সঙ্গে এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও আর্লিং হালান্ড।
কেইনের রেকর্ডভাঙা রাত তাই ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায় যোগ করল।
পিএ/টিএ