ইরান ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ বন্ধ করে দিয়েছে। ভুয়া চাকরির লোভ দেখিয়ে মানব পাচার ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।
আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে নতুন নিয়ম চালু হবে। এখন থেকে ইরানে যেতে বা ট্রানজিট করতে ভারতীয়দের আগেই ভিসা নিতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো মানব পাচারকারী চক্রের কাজ বন্ধ করা। এসব চক্র ভিসামুক্ত প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও চাকরি-খোঁজা ভারতীয়দের ইরানে পাঠাচ্ছিল ভুয়া প্রতিশ্রুতি দিয়ে।
মন্ত্রণালয় আরও জানায়, অনেক ভারতীয়কে বলা হয়েছিল ইরানে গেলে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে বা সহজেই উপসাগরীয় দেশ বা ইউরোপে যাওয়ার সুযোগ মিলবে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে মানব পাচারকারীরা।
বেশ কয়েকটি ঘটনার পর সরকারের দৃষ্টি এদিকে যায়। দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভনে ইরানে নেওয়ার পর অনেক ভারতীয়কে অপহরণ করা হয়েছে। এর আগেও, গত মাসে ভারত সরকার সতর্ক করেছিল যে কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে। তখনই বলা হয়েছিল, ভিসামুক্ত প্রবেশ শুধুই পর্যটনের জন্য - কাজের জন্য নয়।
গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের মানুষকে সীমিত সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিল সম্পর্ক জোরদার করার জন্য। এতে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়া ইরানে ঘুরতে যেতে পারতেন। তবে মানব পাচারের ঘটনা বাড়ায় সেই সুবিধা বন্ধ করে দিল তেহরান।
এবি/টিকে