যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত বিপ্লব ওই গ্রামের বোমা নির্মাণের কারিগর মহসিন হোসেনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণে বিপ্লবের হাতের আঙুল উড়ে যায় এবং দেহের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়।
স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে হঠাৎ মহিষাকুড়া গ্রামে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তাদের অভিযোগ, বিপ্লবের বাবা মহসিন ককটেল নির্মাণ ও সরবরাহের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এলাকায় বোমা প্রস্তুতকারক হিসেবেও পরিচিত। বর্তমানে একটি মামলায় জেলহাজতে রয়েছেন মহসিন।
তাদের ধারণা, বাসায় থাকা বিস্ফোরক সরানোর চেষ্টা করতে গিয়েই ককটেলটি বিপ্লবের হাতে বিস্ফোরিত হয়।
গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে।
শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘ঘটনার নেপথ্যে কী রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
আরপি/এসএন