বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন আয়োজনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে মনোনীত করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ৯(১) ধারা অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া গেছে। একই সঙ্গে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে মনোনীত বা অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
অনুষ্ঠানের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে জরুরি ভিত্তিতে শিক্ষা উপদেষ্টার একান্ত সচিবের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বেরোবি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সমাবর্তন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
আরপি/এসএন