অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কম্পানির সঙ্গে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁওতে কনটেইনার টার্মিনাল পরিচালনা চুক্তি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘শর্ত গোপন রেখে ও জনগণের নানা অংশের মতামত উপেক্ষা করে যেভাবে এই চুক্তি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাই সরকারকে এই চুক্তি বাতিল করে নিজেদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মনোযোগ দিতে হবে।’
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় যেভাবে একটি ৩০ বছর ও আরেকটি ২২ বছরের পরিচালনা জন্য দুটি বিদেশি কম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। দেশপ্রেমিক কোনো সরকার এই ধরনের পদক্ষেপ নিতে পারে না।
অন্তর্বর্তী সরকার এই টার্মিনাল বিদেশিদের দেওয়ার জন্য কেন এই তাড়াহুড়া, তা কোনোভাবেই বোধগম্য নয়। কঠোর গোপনীয়তার সঙ্গে জিটুজি পদ্ধতিতে প্রতিযোগিতামূলক দরপত্র ব্যতিরেকে যেভাবে এই চুক্তি করা হয়েছে, তাতে সরকারের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
যে সরকারের বয়স আর তিন মাস আছে, সেই সরকারকে কেন প্রবল বিরোধিতা ও বিতর্কের মধ্যে এই চুক্তি করতে হবে?’ তিনি আরো বলেন, ‘বিদেশিদের হাতে কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়ার সঙ্গে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত রয়েছে। রাজনৈতিক সমঝোতা ও বোঝাপড়া ছাড়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।
অতীতে সরকার জাতীয় জনমতকে উপেক্ষা করে ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নানা চুক্তি করায় জনরোষের শিকার হয়েছিল। দেখা যাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার ও স্বৈরাচারী সরকারগুলোর পথে হাঁটছে।’
আইকে/টিএ