নির্বাচনে কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে তা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসের অস্তিত্ব নির্মূল করা হবে। একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষায় অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি পড়াশোনা শেষে চাকরি নিশ্চিত করা হবে।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, এই বিচার গোপন নয়, স্পষ্ট ছিল। ক্ষমতায় গেলে সব দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা হবে। তবে কারো প্রভুত্ব মেনে নেয়া হবে না।
এমআর/টিএ