বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের এই বনেদি বা রাজকীয় ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতোর্ধ্ব ক্রিকেটারের। তবে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেখা হবে নতুন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে এদিন শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। এমন এক বিশেষ মুহূর্তে মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সাকিব আল হাসান।
পোস্টে তিনি লিখেছেন, লর্ডসে আপনার প্রথম টেস্ট খেলা মনে পড়ে। আমি তখন বিকেএসপি'র রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল লক্ষ্য করতাম। সেই দিন থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।
এত বছর ধরে আপনি খেলছেন, এবং সবসময়ই আপনার সেরাটা দিয়েছেন এই খেলায়। বয়সভিত্তিক দলগুলোকে যখন আপনি নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই আপনাকে আমার 'ক্যাপ্টেন' হিসেবে দেখেছি। আর যতদিন আমি ক্রিকেট খেলব, আপনিই থাকবেন আমার 'ক্যাপ্টেন'।
মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে, আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি যেকোনো ক্রিকেটারের জন্য বিরাট অর্জন। যেমন আমি আপনার প্রথম টেস্ট ম্যাচ লক্ষ্য করেছি, তেমনি আপনার ১০০তম ম্যাচেও প্রতিটি বল আমি দেখবো।
আশা করি আপনি এই ম্যাচটি পুরোপুরি উপভোগ করবেন।
পিএ/এসএন