যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশা প্রকাশ করে বলেছেন, ‘সেই দিন খুব দূরে নয়, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে খেলা দেখেছেন তিনি। খেলা শেষে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।
এ সময় তিনি আরও বলেন, এই জয়টা আমি মনে করি, জয়ের থেকে অনেক বড় কিছু। ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের মাটিতে জয় লাভ করেছি।
আসিফ মাহমুদ বলেন, আমরা গতকালকেও একটা জয়লাভ করেছি, আজকেও একটা জয়লাভ করছি, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।
তিনি প্রত্যাশা করেন, বাংলাদেশের ফুটবলের এই যে নতুন করে উন্নতি ঘটছে, তা দর্শকদেরকে আবার ফুটবলের প্রতি মনোযোগী করতে পেরেছে।
গতকাল মঙ্গলবার এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ে ভারতকে হারানোর জন্য বাংলাদেশ দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারত।
এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে। ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর জয়। ঐতিহাসিক এই অর্জনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে, ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে।
ইএ/এসএন