জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘এই রায়ে আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণ ব্যাকফুটে যাবে। রাজনৈতিক একটা দল হিসেবে যদি কাউকে কল্পনা করি, তাহলে তার রাজনৈতিক ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বড়। সাংগঠনিক ক্যারেক্টারটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের রাজনৈতিক যে ধরনের তৎপরতা গত এক বছর দেখলাম তার আর কোনো রাজনৈতিক ক্যারেক্টার অবশিষ্ট নেই।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘এক ধরনের চোরাগোপ্তা হামলা করা টাইপের গুপ্ত সংগঠনের মতো তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জের মুখসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছে। এই ঘটনা আরো বাড়বে।
যতই দিন যাবে তত আরো বাড়বে।’
তুষার বলেন, ‘তাদের মধ্যে যারা কোনো ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত ছিল না, সাধারণ সমর্থক যারা কোণঠাসা হয়েছিল গত ১০-১৫ বছর তারা নানাভাবে সমাজে পুনর্বাসিত হবে। সেটা খুব দোষের কিছু হবে না। কারণ তারা এখন যে দলগুলো এভেলেবল আছে তার মধ্যে থেকে একটাকে ভোট দেবেন।
ভোট দেওয়ার মধ্য দিয়ে এটা একটা রিকনসিলিয়েশনও হয়ে গেল। আর যারা ক্রিমিনাল তাদের অবশ্যই শাস্তি হতে পারে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
তুষার আরো বলেন, ‘শুধু এই রায় না গত এক দেড় বছরে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই নষ্ট হয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে সেটা আরো ব্যাপকভাবে হয়েছে।
এমকে/এসএন