যে দেশের ঘরোয়া টুর্নামেন্ট যত সক্রিয়, সে দেশের ক্রিকেটের ভিত ততই শক্ত বলে ধারণা করা হয়। মূলত ঘরোয়া ক্রিকেটে খেলার মধ্য দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসেন জাতীয় দলের রাডারে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।
এনসিএলের চার দিনব্যাপী ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। চতুর্থ রাউন্ডে যুবা দলের ক্রিকেটাররা খেলেছেন, কথা ছিল এরপর আর খেলবেন না। তবে আরও এক রাউন্ড খেলার সুযোগ পাচ্ছেন তারা।
গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছিল এনসিএলের ২৭তম আসর। চলমান এই আসরেও যথারীতি খেলছে ৮ বিভাগের দল। ইতোমধ্যে চার রাউন্ডের খেলা শেষ হয়েছে। খুলনা বিভাগের হয়ে খেলছেন কালাম সিদ্দিকি অলিন ও সামিউন বশির রাতুল। বাংলাদেশ যুব দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেছেন ময়মনসিংহ বিভাগের হয়ে।
এ ছাড়া ইকবাল ইমন ও আল ফাহাদের খেলার কথা থাকলেও, ওয়ার্কলোড বিবেচনায় তাদের খেলানো হয়নি। রিফাত বেগ খেলছেন বরিশাল বিভাগের হয়ে। আগামী নভেম্বর মাসে তামিমের দল যুব এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবে। এরপরই রয়েছে যুব বিশ্বকাপ।
ইএ/এসএন