মুশফিক ভাই বলেই সেঞ্চুরি নিয়ে কোনো সংশয় নেই: মুমিনুল

এমনিতে ৯০ ওভার করে খেলা চালানোর নিয়ম। তবে আলো পর্যাপ্ত থাকলে আম্পায়াররা আরও ২/১ ওভার খেলা চালিয়ে যেতে পারেন। আজ ১৯ নভেম্বর শেরে বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের প্রথমদিন পুরো ৯০ ওভার খেলার পর আরও এক ওভার খেলতে চেয়েছিল বাংলাদেশ।

সাধারণত পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে থাকা দল নির্ধারিত ওভারের পরে আর ব্যাটিং করতে আগ্রহ দেখায় না। সেটাকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়; কিন্তু আজ বুধবার হোম অব ক্রিকেটে আইরিশদের বিপক্ষে ৯০ ওভার হওয়ার পরও খেলতে চাইলেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।

কারণ এক ও অভিন্ন। দু’জনই দুটি ভিন্ন মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন। মুশফিক ছিলেন শতরান থেকে মাত্র একরান দূরে। আর লিটন দাসের ফিফটি করতে দরকার ছিল ৩ রান। কিন্তু ২ আম্পায়ার স্টিভ ডোহেনি আর রিচার্ড ইলিংওয়ার্থ বেলস তুলে জানিয়ে দিলেন, না খেলা শেষ।

ঠিক হতাশ না হলেও ভক্ত ও সমর্থকদের মধ্যে খানিক আফসোস, ইস! আর একটি ওভার হলেই হয়তো মুশফিকের সেঞ্চুরি পূরণ হয়ে যেতো।

পাশাপাশি লিটন দাসও পৌঁছে যেতে পারতেন পঞ্চাশে। এখন অপেক্ষার প্রহর বাড়লো। মুশফিকুর রহিমের কাঙ্খিত শতরান আর লিটন দাসের অর্ধশতক দেখতে অপেক্ষায় থাকতে হবে আগামীকাল ২০ নভেম্বর দ্বিতীয় দিন সকালের সেশন পর্যন্ত। তারা দু’জন যেমন আত্মবিশ্বাস ও আস্থা নিয়ে খেলেছেন, আজ বুধবার পড়ন্ত বিকেলে একটি ওভার বাড়িয়ে দিলেই হয়ত দুজনেরই লক্ষ্য পূরণ হয়ে যেতো। এখন অপেক্ষার প্রহর দীর্ঘ হলো।

দ্বিতীয় দিন সকালে কি করেন মুশফিক আর লিটন? তা দেখতে উন্মুখ অপেক্ষা। শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরির জন্য চাই একটি মাত্র রান। ওই রানটি হয়ে গেলে শুধু তিন অংকেই পৌঁছাবেন না, ক্রিকেটে রীতিমত ‘অমর’ হয়ে যাবেন মিস্টার ডিপেন্ডেবল। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে ১১ নম্বর ব্যাটার হিসেবে শততম টেস্টে শতরানকারী হিসেবে মুশফিকের নাম লিখা থাকবে স্বর্ণাক্ষরে।

এই অপেক্ষা শুধু ভক্ত ও সমর্থকদের না। মুশফিক নিজে কিভাবে নিয়েছেন সেটা? এই এক রান করা নিয়ে কি কোনরকম নার্ভাসনেস আছে তার ভেতরে? টিম বাংলাদেশের ড্রেসিংরুমের পরিস্থিতিই বা কেমন? পুরো দল তাকিয়ে মুশফিকের শতরানের দিকে। এই একটি মাত্র রান করা নিয়ে কোনরকম সংশয় আছে কী?

খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উঠলো সে প্রশ্ন। কথা বলতে আসা মুমিনুল হক দিলেন এর উত্তর। মুমিনুল জানিয়ে দিলেন, ‘একটি মাত্র রান দরকার। আমাদের কোনোই সংশয় নেই মুশফিক ভাই কাল (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন সকালে অনায়াসে তা তুলে নিয়ে নিজের ১৩ নম্বর সেঞ্চুরি পূরণ করবেন।’

মুমিনুল জানিয়ে দিলেন, ‘যেহেতু ক্রিকেটারটি মুশফিক ভাই, তাই কোনোরকম চিন্তা-ভাবনা নেই আমাদের। তিনি ছাড়া অন্য কেউ হলে হয়ত খানিক কনফিউশনে থাকতাম; কিন্তু মুশফিক ভাই সব সময় এসব কন্ডিশনে অনেক বেশি সতর্ক। সাবধানী। আর আজকে তিনি খেলেছেন আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে। মনে হয় না ওই একরান করতে কোনোরকম ভুল করবেন তিনি।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একবার সাহস করে আপনাদের জনবল দিয়ে রিটার্নিং অফিসার করুন, ইসিকে বিএনপি Nov 19, 2025
img
একই দিনে বিদায় নিলেন যমজ শিল্পী, শেষ ইচ্ছা পূরণ Nov 19, 2025
img
‘সোলজার’-কে শাহরুখের সিনেমার কপি আখ্যা দিলো ভারতীয় গণমাধ্যম Nov 19, 2025
img
প্যারিস থেকে পরিবারের জন্য অনীত পাড্ডার উষ্ণ বার্তা Nov 19, 2025
img
টি-টেন ম্যাচে তাসকিনের ঝলক, জিতল দল Nov 19, 2025
img
গাজীপুরে আবাসিক কলোনিতে আগুন, পুড়ে গেল ১০০ ঘর Nov 19, 2025
img
ভাঙচুর-বোমাবাজি করে খুনি হাসিনার বিচার বন্ধ করা যাবে না: আমানউল্লাহ আমান Nov 19, 2025
img
গুজবের মাঝেও হাল ছাড়েননি কায়াদু লোহার Nov 19, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আগামীকাল Nov 19, 2025
img
আরও ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Nov 19, 2025
img
দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী রেখা Nov 19, 2025
img
জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা Nov 19, 2025
img
কঠিন সময় পেরিয়ে শক্তিশালী রূপে ফিরলেন পূজা হেগড়ে Nov 19, 2025
img
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে : সিইসি Nov 19, 2025
img
মালয়েশিয়ার ১০ শর্তের মধ্যে কয়েকটিতে শক্ত আপত্তি জানিয়েছে সরকার : আসিফ নজরুল Nov 19, 2025
ইসির উদ্ভাবনী ধারণাই আত্মবিশ্বাসের জায়গা গড়ে: হামিদুর রহমান আজাদ Nov 19, 2025
img
তারেক রহমানের ছবি নিয়ে আপত্তি ‘ব্যক্তিগত নয়’, ব্যাখ্যা এনসিপির Nov 19, 2025
নতুন বিজ্ঞাপনে শাকিব খান Nov 19, 2025
জিরো টলারেন্স’ নীতি নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী Nov 19, 2025
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের Nov 19, 2025