আবুধাবি টি-১০ লিগে বল হাতে ঝলক দেখিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের উজ্জ্বল দিনে জয় পেয়েছে তার দল নর্দান ওয়ারিয়র্স। তারা হারিয়েছে আরেক বাংলাদেশি সাইফ হাসানের অ্যাস্পিন স্ট্যালিওনসকে।
বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাস্পিন স্ট্যালিওনস। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাসকিনদের। শুরুতেই হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় নর্দান ওয়ারিয়র্স। এরপর ঝড় তোলেন জনসন চার্লস ও কলিন মুনরো। পরপর দুই ওভারে ৩৬ রান তোলেন তারা। অব্যাহত রাখেন রানের গতি।
চার্লস দেখা পান ফিফটির। মুনরো ও চার্লস মিলে গড়েন ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। নির্ধারিত ওভারে ১ উইকেটে ১১০ রান করে নর্দান ওয়ারিয়র্স।
চার্লস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৫ রান করে। অন্যপ্রান্তে মুনরো অপরাজিত ছিলেন দুইটি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৮ রান করে।
রান তাড়ায় ঝড়ো শুরু পায় অ্যাস্পিন স্ট্যালিওনস। প্রথম ওভারেই ২১ রান তোলে তারা। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন তাসকিন। এই ওভারে ৯ রান দেন তিনি। এরপর গুরবাজ ফিরেছেন ১১ বলে ২৯ রান করে৷ ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে আসেন সাইফ হাসান। তাব্রেইজ শামসিকে দারুণ এক ছক্কা হাঁকান এই তরুণ তারকা।
নবম ওভারে বোলিংয়ে এসে আভিস্কা ফার্নান্দোকে সাজঘরে ফেরান তাসকিন। ওই ওভারে ১২ রান দিয়ে দুই ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তাসকিন। শেষ ওভারে সাইফকে আউট করেন শাহনেওয়াজ দাহানি। সাইফ করেন ১১ বলে ১৫ রান। শেষ পর্যন্ত ১১০ রানে থামে অ্যাস্পিন স্ট্যালিওনস। ৪ রানের জয় পায় তাসকিনের নর্দান ওয়ারিয়র্স।
আইকে/টিএ