দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার এক মাস পর মেয়ে সিপারা-র প্রথম ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বলিউড অভিনেতা-পরিচালক আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান। মেয়ের হাতের ও পায়ের ছবি প্রকাশ করে আরবাজের মন্তব্য, নতুন এই সদস্য তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
বুধবার (১৯ নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যদিও এখনো তারা মেয়ের পুরো মুখ দেখাননি।
ছবি দুটিতে দেখা যায়, ছোট্ট দুটি পা আরবাজ তার হাতের মাঝে নিয়ে রেখেছেন। অন্যটিতে দেখা যায়, মেয়ে সিপারা আরবাজের হাতের আঙুল মুঠো করে ধরে আছে। ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে আরবাজ লেখেন, ছোট্ট দুটি হাত ও পা। কিন্তু আমাদের জীবনের এটা সবথেকে বড় অংশ।
আরবাজের এই পোস্টে বলিউডের অনেকে নতুন করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরবাজ খান ২০২৩ সালে বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন। মালাইকা আরোরা-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর 'পাটনা শুক্লা' ছবির সেটে সুরার সঙ্গে তার পরিচয় হয়। চলতি বছরের অক্টোবর মাসে তাদের কন্যাসন্তান সিপারা জন্মগ্রহণ করে।
এমআর/টিএ