টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বন্ধুত্ব এবং সময়ের বাস্তবতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, জীবনের একসময় পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধন আগের মতো থাকে না। জীবনের ব্যস্ততা, দায়িত্ব ও পথচলার পার্থক্য অনেক মানুষকেই দূরে ঠেলে দেয়।
মিমির মতে, সবাই নিজ নিজ জীবনে এমনভাবে এগিয়ে যায় যে আগের মতো যোগাযোগ রাখা বা একসঙ্গে থাকা অনেক সময়ই সম্ভব হয় না। তিনি বলেন, বন্ধুত্বের স্মৃতিগুলো থেকে যায়, কিন্তু বাস্তবতা বদলে যায়। তাই সম্পর্ক ধরে রাখতে চাইলে সময় ও পরিস্থিতির পরিবর্তনকে মেনে নিতে জানতে হয়।
তার এই বার্তা অনেক ভক্ত ও অনুসারীর মনে দাগ কেটেছে। অনেকেই মন্তব্য করেছেন, মিমির কথাগুলো বর্তমান প্রজন্মের সম্পর্ক ও বন্ধুত্বের প্রকৃত চিত্র তুলে ধরে।
এমআর