ক্রিস্তিয়ানো রোনালদো এবার হাজির হলেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে। সোমবার রাতে তিনি অংশ নেন একটি গালা ডিনারে। তার সঙ্গে একই টেবিলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।
ডিনারের পর রোনালদোকে আলাদা করে নিজের অফিসে ডেকে নেন ট্রাম্প। সেখানে কিছুক্ষণ কথা বলার পর পর্তুগিজ তারকাকে সম্মানসূচক ‘হোয়াইট হাউস কি’ উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট।
সিএনএন জানিয়েছে, রোনালদোকে ব্যক্তিগত আলোচনার জন্য সরাসরি আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। বৈঠক শেষে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ মি. প্রেসিডেন্ট, আমাকে এবং আমার ভবিষ্যৎ স্ত্রী জর্জিনাকে এমন উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য। আমরা সবাই সমাজের জন্য কিছু দিতে পারি। আমিও প্রস্তুত আমার অংশটুকু দিতে, যাতে নতুন প্রজন্মকে সাহস, দায়িত্ববোধ ও শান্তির পথে অনুপ্রাণিত করা যায়।’
এটা ছিল রোনালদোর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের দ্বিতীয় আনুষ্ঠানিক সংযোগ। এর আগে জি-৭ সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ট্রাম্পকে রোনালদোর স্বাক্ষর করা একটি পর্তুগাল জার্সি উপহার দিয়েছিলেন। সেখানে লেখা ছিল, ‘প্লেয়িং ফর পিস।’
ওয়াশিংটন সফর শেষে রোনালদো আবার সৌদিতে ফিরবেন আল নাসরের হয়ে পরের ম্যাচ খেলতে। প্রায় ১১ বছর পর তিনি যুক্তরাষ্ট্রে এলেন। তবে খুব বেশি দেরি না, আগামী মার্চেই আবার যুক্তরাষ্ট্রে তাকে দেখা যাবে। তখন পর্তুগাল খেলবে যুক্তরাষ্ট্র ফুটবল দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ।
ইএ/এসএন