আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন এই টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।
বিপিএলকে সামনে রেখে শুরুতে চলতি মাসের ১৭ তারিখ খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তিন দফা পিছিয়ে তা আগামী ৩০ নভেম্বর বেলা ৩টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে শুরু হবে খেলোয়াড়দের এই নিলাম–মঞ্চ।
এদিকে বিপিএল ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিলো নিজেদের দল গোছানোতে ব্যস্ত সময় পার করছে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী পাঁচ দল।
বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে একের পর এক চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস। দেশি ক্রিকেটারদের মধ্যে এরই মধ্যে সরাসরি চুক্তিতে দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
বিদেশিদের মধ্যে পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটার উসমান খান ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্যাটার অ্যালেক্স হেলসকেও দলে নিয়েছে শাকিব খানের দল। এবার পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার (১৯ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেয় ঢাকা ক্যাপিটালস। সেই পোস্টের ক্যাপশনে তারা লেখে, চোখের পলক ফেলবেন না। কাল (আজ) দুপুর ২টায় আসছে বড় কিছু! চোখ রাখুন দুপুর ২টায়। সেই পোস্টে তারা একটি ‘শ্যাডো’ ব্যবহার করে।
ঢাকা ক্যাপিটালসের পোস্টের সূত্র ধরে ধারণা করা যাচ্ছে, শোয়েব আখতারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্ততপক্ষে এটুকু নিশ্চিত যে, গুঞ্জন সত্য হলে ঢাকার কোচিং প্যানেলে দেখা যাবে এই কিংবদন্তি পেসারকে। তবে কোন ভূমিকায় তাকে ব্যবহার করা হবে, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, বোলিং কোচ, মেন্টর কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যেতে পারে শোয়েব আখতারকে। আর সেটি হলে বিপিএল যে আরও জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে গত মৌসুমে চট্টগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিপিএলে ছিলেন আরেক পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি।
ইএ/এসএন