মাইলসে শাফিন যেমন জনপ্রিয় তারচেয়েও মোটেও কম জনপ্রিয় ছিলেন না একক শিল্পী হিসেবে। বরং মিক্সড অ্যালবামে গাওয়া শাফিন আহমেদের বেশকিছু তুমুল জনপ্রিয় গান রয়েছে। এসব গান এই শিল্পী বাঁচিয়ে রাখবে দীর্ঘকাল এমনটাই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা, শ্রোতারা।
শাফিনের গাওয়া ‘আজ জন্মদিন তোমার’- এমনই একটি গান।
বাংলাভাষীদের যে কোনো জন্মদিনের অনুষ্ঠানে এই গান অপরিহার্য হয়ে উঠেছে। কারও জন্মদিন মানেই বাজছে শাফিন আহমেদের ‘তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়... আজ জন্মদিন তোমার...’
দাগ থেকে যায় অ্যালবামের এই গানটি কিন্তু মোটেও শাফিন আহমেদের গাওয়ার কথা ছিল না। গানটি হাসানের জন্য বানিয়েছিলেন সুরকার প্রিন্স মাহমুদ। অথচ এই গান গেয়ে শাফিন আহমদ সর্বস্তরের শ্রোতাদের মধ্যে পৌঁছে গেছেন।
গানের নেপথ্য গল্প বলতে গিয়ে প্রিন্স মাহমুদ বললেন, ‘তখন তো আমি থিম নিয়ে গান করতাম। একটা জন্মদিনের গান করব। লিখলাম। সুর করলাম।
আমার ঠিক মনে নেই, এটা খুবই হাই নোটের গান। হাসানের জন্য করেছিলাম। কিন্তু তখন দেখলাম হাসানের গানের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। কাকে দিয়ে গাওয়াব চিন্তা করলাম। এরপর বিপ্লবকে দিয়ে গাওয়ালাম।
কিন্তু বিপ্লব সেই নোটে গাইতে পারল না।’
এরপরে শাফিন আহমেদকে নিয়ে এই গানের জন্য চিন্তা করলেন। প্রিন্স মাহমুদ বললেন, ‘পরে শাফিন ভাইয়ের সঙ্গে আলাপ করলাম। শাফিন ভাই এরপর বাসায় দুদিন প্র্যাকটিস করলেন।
তারপর সিদ্ধেশ্বরীর চারু স্টুডিওতে এলেন, গাইলেন। একটু কষ্ট হচ্ছিল কিন্তু প্রায় দুই আড়াই ঘণ্টা পর রেকর্ডিং করলাম আমরা। শাফিন ভাই দুর্দান্ত করলেন। আমি নিজেই অবাক হয়ে গেলাম। এরপর তো সবারই জানা। এই গান সবার গান হয়ে গেল। গানটার মিউজিক করেছিলাম সাউন্ড গার্ডেনে।’
এই গান যত্রতত্র বাজে, নিজের সৃষ্টি সবার হয়ে গেছে, কেমন লাগে? এই প্রশ্নের জবাবে প্রিন্স মাহমুদ বললেন, ‘এটা অবশ্যই ভালো লাগার। শাফিন ভাই নিশ্চয়ই বিষয়টি উপভোগ করেন।
আর আমরা সৃষ্টি করি সবার জন্যই। তারা গ্রহণ করলেই আমরা আনন্দিত হই।’
শাফিন আহমেদের বেশকিছু গান করেছেন প্রিন্স মাহমুদ। এরমধ্যে প্রিন্স মাহমুদের অত্যন্ত পছন্দের গান, ‘প্রতি রাত নির্ঘুম রাত, আসে না কিছুতেই প্রভাত...’ এ গান নিয়ে বলতে গিয়ে দেশের জনপ্রিয় এই সুরকার বলেন, শাফিন ভাই এই গানটি অত্যন্ত সুন্দর গেয়েছে। আমার নিজের খুবই ভালোলাগার গান। শেষ দেখা অ্যালবামের এই গানের... উৎসাহ নেই কাজে, পথ চলা নিয়ে সংশয়, ঘুমের ওষুধ বন্ধু এখন, মেনে নিয়ে সব পরাজয়... এই লাইনটা অদ্ভুত সুন্দরভাবে গেয়েছেন।
শাফিন আহমেদের সঙ্গে সম্পর্ক ছিল বড় ভাই ছোট ভাইয়ের মতো। শাফিন সম্পর্কে কথা বলতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাই, জেমস ভাই, শাফিন ভাই কেউই আমার ফেসবুকে ছিলেন না। শাফিন ভাই যখন মেয়র পদে নির্বাচনে দাঁড়ালেন তখন অনেক ট্রল হচ্ছিল। তখন আমি লিখলাম, ‘শিল্পীরা নির্বাচন করতে পারে। শিল্পীরা যেখানে ইচ্ছে যেতে পারে।
শিল্পীরা চাইতে পারে, যেতে পারে যতটা দূর যেতে চায়। আমার পোস্ট দেখেছিলেন শাফিন ভাই। আমাকে ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলেন, খুশি হয়েছিলেন।’
এমকে/এসএন