লা মাসিয়ার প্রতিভা বিকাশে বার্সেলোনা বরাবরই সেরা হলেও বিদেশি তরুণ তারকা সাইন করে সফলতার হার তাদের খুব বেশি নয়। ভিতর রোকে এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ। প্রস্তুতির আগেই দলে ভেড়ানোয় তার সম্ভাবনা পুরোপুরি ফুটে ওঠেনি।
ঠিক এমন সময়ে নতুন এক ব্রাজিলিয়ান রত্নকে দলে টানতে জোরালো চেষ্টা চালাচ্ছেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাখেস জানিয়েছে, ডেকো সরাসরি আলোচনায় নেমেছেন ভাস্কো দা গামার ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ানকে সাইন করাতে।
দক্ষিণ আমেরিকায় আলো ছড়ানো রায়ানকে ইতোমধ্যেই নজরে রেখেছে ইতালি ও ইংল্যান্ডের একাধিক বড় দল। বার্সেলোনা মনে করে রায়ান তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে। তরুণ এই উইঙ্গারের জন্য প্রায় ২৫ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে।
বাম পায়ে খেলা রাইট-উইঙ্গার রায়ান প্রয়োজনে বাম বা সেন্টারেও খেলতে পারেন। তবে সমস্যাটা হচ্ছে বার্সার ডান দিকেই বর্তমানে রয়েছেন মাত্র ১৭ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। একই পজিশনে ইয়ামালের উপস্থিতি রায়ানের বার্সায় আসার সিদ্ধান্তকে কঠিন করে তুলতে পারে।
এছাড়া ব্যাকআপ হিসেবে সুইডিশ প্রতিভা রুনি বার্দগজিকে নিয়েও ভাবছে বার্সেলোনা।
একই পজিশনে খেলে থাকেন তিনিও। ফলে রায়ানের সামনে প্রশ্ন, বার্সায় গিয়ে সীমিত মিনিট পাওয়া, নাকি অন্য ক্লাবে গিয়ে নিয়মিত খেলা?
এমআর/টিকে