অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র একটি সামাজিক বার্তামূলক মন্তব্যে লিঙ্গসম্পর্কিত সtereotype নিয়ে আলোচনার সূচনা করেছেন। তিনি বলেন, “পুরুষ মানেই অত্যাচারী, পুরুষ মানেই ভয়ঙ্কর, এই ভাবনা থেকে নারীকেও বেরোতে হবে। সেটা বার করে নিয়ে আসতে পারে একমাত্র পুরুষই।” রূপাঞ্জনার এই বক্তব্যে সামাজিক সচেতনতা এবং লিঙ্গভিত্তিক ধ্যানধারার সমালোচনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
তিনি মনে করেন, শুধুমাত্র নারীরাই নয়, পুরুষেরাও পরিবর্তনের অংশ হতে পারে। সমাজে লিঙ্গের ওপর অযথা ভয় বা ধারণা তৈরি হওয়া বন্ধ করার ক্ষেত্রে পুরুষদেরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। রূপাঞ্জনার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই প্রচুর প্রতিক্রিয়া পেয়েছে। অনেকে প্রশংসা করছেন, অনেকে বিষয়টি নিয়ে গভীর চিন্তায় প্রবেশ করেছেন।
রূপাঞ্জনার বক্তব্য মূলত সমকালে লিঙ্গ সচেতনতা, সামাজিক দায়িত্ব এবং নারী-পুরুষ সমন্বয়ের গুরুত্বকে তুলে ধরে। তার এই বার্তা সমাজে লিঙ্গভিত্তিক ভুল ধারণা দূরীকরণের প্রচেষ্টার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরপি/এসএন