কেবলমাত্র কয়েকদিন আগে ‘ভারাণসী’ ছবির জন্য প্রকাশিত টিজারকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এসএস রাজামৌলি পরিচালিত এই মহাকাব্যিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতে অভিনয় করেছেন মহেশ বাবু, প্রিয়ঙ্কা চোপড়া ও পৃথ্বিরাজ সুকুমারান। তবে ছবিটির শিরোনাম সংক্রান্ত আইনি জটিলতা নতুন করে চিত্রপ্রেমীদের মনোযোগ কেড়েছে।
চলচ্চিত্র নির্মাতা সি.এইচ. সুভা রেড্ডি দাবি করেছেন যে “ভারাণসী” শিরোনামটি তার স্বত্বাধীনে রয়েছে, যেখানে একটি অতিরিক্ত ‘a’ দিয়ে টেলুগু ফিল্ম প্রোডিউসারস কাউন্সিলে তা নথিভুক্ত করা হয়েছে। যদিও বানানগত পার্থক্য ক্ষুদ্র মনে হতে পারে, তবে আইনি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি এখনও ট্রেডমার্ক বিরোধের আওতায় পড়তে পারে। এর ফলে ছবিটির নির্মাতাদের শিরোনাম পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে, যা ইতিমধ্যেই সৃষ্ট উত্তেজনা ও বিপণন প্রচারণায় ব্যাঘাত ঘটাতে পারে।
এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, তবে বিষয়টি নজরদারিতে রয়েছে। সমস্যা সমাধান না হলে শিরোনাম পরিবর্তন করা অনিবার্য হতে পারে, যা চলচ্চিত্রটির বাজারজাতকরণ ও প্রচারণার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
আরপি/এসএন