বিশ্ববিখ্যাত গায়িকা লেডি গাগা (আসল নাম স্টেফানি জার্মানোটা) জানিয়েছেন যে তিনি তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে ভয়াবহ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে গেছেন। গুরুতর মানসিক অস্থিরতার কারণে তিনি তার মেয়হেম বল বিশ্ব ট্যুর বাতিল করতে বাধ্য হন।
গাগা বলেন, এমন সময়ও এসেছে যখন তিনি নিজের মানসিক স্থিতি পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। তার বোনের একটি মন্তব্য “আমি আর আমার বোনকে দেখতে পাচ্ছি না” তাকে ট্যুর বাতিল করতে উদ্বুদ্ধ করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তাকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
তিনি স্বীকার করেন, এক পর্যায়ে মনে হয়েছিল তিনি হয়তো আর কখনও সুস্থ হতে পারবেন না। তবে থেরাপি, চিকিৎসা, পরিবার ও তার বাগদত্তার সহায়তা তাকে ধীরে ধীরে শক্তি ফিরে পেতে সাহায্য করে।
গাগা খোলাখুলিভাবে বলেন যে তার অন্যতম সফল কাজ ‘এ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রের সময়ও তিনি লিথিয়াম সেবন করতেন এবং মঞ্চে ওঠার আগে অনেক সময় প্যানিক অ্যাটাক সামলাতে লড়াই করতেন।
তার এই স্বীকারোক্তিকে অনেকেই মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
আরপি/এসএন