চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর আজ জন্মদিন। প্রতিবারের চেয়ে এবার একটু আলাদাভাবে পালন করছেন বিশেষ দিনটি। জন্মদিনের দুপুরের পর থেবে তিনি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে কাটান।
বৃদ্ধাশ্রমে অবস্থানরত মুরব্বিদের সঙ্গে তিনি কেক কাটেন, দুপুরের খাবার খান, প্রত্যেকের জন্য আলাদা উপহার নিয়ে যান এবং গল্প আড্ডায় মেতে ওঠেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর এই পরিকল্পনাটা বেশ আগেরই বলে জানান বুবলী।
বুবলী বলেন, ‘মানুষের তো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা, স্নেহ পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়েরা আছেন তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিলাম। আর সেইসব বাবা-মায়েদের কাছ থেকে একটু দোয়া নিয়ে এলাম।’
কেএন/এসএন