বার্সেলোনার সমর্থকদের ভোটে ক্লাবের ইতিহাসের সবচেয়ে প্রিয় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এই সম্মান পেয়ে দারুণ আবেগাপ্লুত হয়েছেন আর্জেন্টাইন তারকা। মেসির মতে, বার্সেলোনা তার ঘর, তার জায়গা, আর একদিন তিনি আবারও ফিরবেন কাতালুনিয়ায়।
সম্প্রতি কাতালুনিয়ায় গিয়েছিলেন মেসি। গোপনে ঘুরে দেখেছেন ক্যাম্প ন্যু, যেখানে চলছে স্টেডিয়ামের নতুন সাজে ফিরিয়ে আনার বড় প্রকল্প। এই স্টেডিয়ামেই প্রায় দুই দশক বার্সেলোনার জার্সিতে মেসি হয়ে উঠেছিলেন ফুটবলের বিশ্বের আইকন।
বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল, ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জেতা মেসিই এখন ক্লাবের সমর্থকদের চোখে সেরা সেরা। ভোটে পিছনে ফেলেছেন ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো কিংবদন্তিদেরও।
পুরস্কার নিয়েই মেসি বলেন, এই সম্মান তার জন্য বিশেষ। কারণ এটি এসেছে সমর্থকদের কাছ থেকে। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি, ভালো-মন্দ সবই ছিল। কিন্তু এই ক্লাবই আমার ঘর। এখানের সবাই আমার আপন মানুষ।’
২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার সময় চোখেমুখে ছিল দুঃখের ছাপ। তবে দূরত্বেও কমেনি ভালোবাসা। এখন তিনি খেলছেন এমএলএসের দল ইন্টার মায়ামিতে, তারপরও বার্সেলোনা সমর্থকদের কাছে তিনি অপরিবর্তনীয়।
নিজের ভবিষ্যৎ নিয়ে আবারও স্পষ্ট করলেন মেসি। তিনি জানান, খেলা শেষে স্থায়ীভাবে বার্সেলোনায় ফিরে যেতে চান, ‘আমি অবশ্যই ফিরব। স্টেডিয়ামে আবার একদিন সাধারণ সমর্থকের মতো বসে দলকে উৎসাহ দেব। আরও কিছু বছর মায়ামিতে থাকব, তবে শেষ পর্যন্ত বার্সেলোনা ফিরে আসব। এটা আমার ঘর। অনেক মনে পড়ে, তাই অবশ্যই ফিরব।’
মেসি আরও বলেন, বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক ভাঙার নয়। তিনি বলেন, ‘চাইতাম পুরো ক্যারিয়ারটাই বার্সেলোনায় কাটাতে। ইউরোপে আর কোনো ক্লাবে খেলতে চাইনি। তবে জীবনে সবসময় সবকিছু ইচ্ছে মতো হয় না।’
ক্লাব ছাড়লেও সম্পর্ক ছিন্ন হয়নি। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে তিনি আবারও বললেন, বার্সেলোনা তার ঘর, আর সেই ঘরে তিনি অবশ্যই ফিরবেন।
ইউটি/টিএ