আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ঢাকা টেস্টটি মুশফিকুর রহিমের সাদা পোশাকের শততম ম্যাচ। নিজের শততম টেস্টটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। নিজের ক্যারিয়ারের বিশেষ এই সেঞ্চুরি নিজের দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। এতেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হওয়ার আগে ২১৪ বলে ১০৬ রান করেন মুশফিক।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। এ সময় কিছুটা আবেগাপ্লুত হয়ে নিজের শততম টেস্টে সেঞ্চুরি দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ করেন তিনি।
মুশফিক বলেন, ‘তারা (দাদা-দাদী ও নানা-নানী) যখন বেঁচে ছিলেন, আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন। মারা যাওয়ার আগে তারা যখন অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে তারা বলেছিলেন, ভাই তোমার খেলা দেখার জন্য হলেও আরও কিছুদিন বাঁচতে চাই।’
তিনি আরও বলেন, ‘খুব কম নাতি-নাতনিদের ভাগ্যে এমনটা জোটে। তাদের দোয়াতেই আমি আজকে এই পর্যায়ে। আরও অনেক মানুষের অবদান আছে। তবে বিশেষ এই অর্জন তাদেরকেই উৎসর্গ করতে চাই।’
টিজে/টিকে