শততম টেস্টের মাইলফলক ছুঁয়ে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে শতক তুলে নেন এই অভিজ্ঞ ব্যাটার। মুশফিকের এমন অর্জনে তাকে শুভকামনা জানিয়েছেন ফুটবলার হামজা চৌধুরি। এবার হামজাকে ধন্যবাদ জানালেন মুশফিক।
টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। পরে সেখানে তাকে প্রশ্ন করা হয় তারকা ফুটবলার হামজার চৌধুরির ভিডিও বার্তা নিয়ে। সেটি চোখে পড়েছে কি না জানতে চাইলে মুশফিক বলেন, ‘হ্যাঁ, আমি আজ সকালে শুনেছি।'
'আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, ধন্যবাদ জানাব।'-যোগ করেন তিনি।
এর আগে মুশফিকের ১০০ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় হামজা বলেন, 'আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।'
টিজে/টিকে