আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী আসন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)-এ গণসংযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ সময় তিনি ট্রাক প্রতীকে ভোট চান ভোটারদের কাছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গলাচিপা পৌর শহর এলাকায় গণসংযোগ করেন তিনি। নুর দিনব্যাপী গলাচিপা পৌরসভার ওয়াবদা ও সদর রোডে গণসংযোগ করেন।
এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি রাস্তার অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এদিকে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের গলাচিপা আগমনে পৌরসভার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং ট্রাক প্রতীকের স্লোগানের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকারের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাস্টার, গণ অধিকার পরিষদের সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, উপজেলা গণ অধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাস্টার, সহসভাপতি অবসরপ্রাপ্ত আর্মি মো. জসিমউদ্দিন, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্যসচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্যসচিব মো. বশির রাঢ়ি প্রমুখ।
নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
আরপি/এসএন