মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি ইনোভেটিভ ওয়েব অ্যাপ্লিকেশন ‘মন তরঙ্গ (Mon Torongo)’ জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার আন্তর্জাতিক আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তায় প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মে রয়েছে মুড-ট্র্যাকিং, গাইডেড রিসোর্স এবং AI-ভিত্তিক কথোপকথনের সুবিধা, যা মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ, নিরাপদ ও কলঙ্কমুক্ত করতে সহায়তা করবে।
সম্প্রতি Bangladesh Young Scientists & Innovators Society (BYSIS) আয়োজিত INNOVATION Spark 2025 প্রতিযোগিতায় ‘মন তরঙ্গ’ জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ১৯ নভেম্বর ২০২৫, ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত Southeast University-এর ক্যাম্পাসে। এই ইভেন্টটি ছিল আন্তর্জাতিক আয়োজনে সংযুক্ত VYSII – World Youth STEM Convention & Innovation-এর একটি বিশেষ অংশ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য তরুণ উদ্ভাবকের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর মধ্য থেকে “মন তরঙ্গ” দল জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তিভিত্তিক অভিনব উদ্যোগ হিসেবে মন তরঙ্গ বিচারকদের বিশেষ নজর কাড়ে।
জাতীয় পর্যায়ের এই সাফল্যের ধারাবাহিকতায় এবার মন তরঙ্গ টিম আন্তর্জাতিক পর্বে অংশ নিতে যাচ্ছে থাইল্যান্ডে। এটি বাংলাদেশের জন্য এক অনন্য সাফল্য এবং দেশের মানসিক স্বাস্থ্যসেবা উদ্ভাবনে তরুণদের ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
দলের সদস্যদের দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে এই অর্জনকে তারা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে। “মন তরঙ্গ” টিমের মতে, এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ দেশের মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে এবং বৈশ্বিক মানসিক স্বাস্থ্য উদ্ভাবনের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও মজবুত করবে।
এসএস/টিএ