দুই অঙ্ক স্পর্শ করলেন অনেকেই। কিন্তু ২০ পার করতে পারলেন কেবল ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা। তাতে কোনোমতে লড়ার মতো সংগ্রহ গড়ল জিম্বাবুয়ে। পরে চমৎকার পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে লক্ষ্যের ধারেকাছে যেতে দিলেন না দলটির বোলাররা।
রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের স্রেফ উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে হারা দলটি এবার পেয়েছে ৬৭ রানের জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। রান তাড়ায় ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
এমআর/টিকে