অ্যাশেজ এখনও শুরু হয়নি। তবে কথার লড়াই শুরু হয়ে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বল-ব্যাটের লড়াই শুরু হবে আগামীকাল থেকে। দুদল পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হবে। এই সিরিজে থাকবে বাংলাদেশও, দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে।
ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। ওই টেস্টে সৈকতের পাশাপাশি আরেকজন অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক।
ভারতের নিতিন মেনন পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব, আর ফিল গিলেস্পি চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারির ভূমিকায় আছেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগল।
অবশ্য আগামীকালের প্রথম টেস্টেও সৈকত একটি দায়িত্বে নিযুক্ত হয়েছেন। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। নিতিন ও হোল্ডস্টক অনফিল্ড আম্পায়ার। চতুর্থ আম্পায়ার অস্ট্রেলিয়ার শন ক্রেগ, আর ম্যাচ রেফারি মদুগল।
সিরিজের পরের ম্যাচগুলোতে সৈকতকে কোনো ভূমিকাতে দেখা যাবে না। ১৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ, ২৬ ডিসেম্বর চতুর্থটি, আর পঞ্চমটি শুরু হবে ৪ জানুয়ারি। এই ম্যাচগুলোতে রেফারি জেফ ক্রো।
তৃতীয় টেস্টে দুই অনফিল্ড আম্পায়ার মেনন ও আহসান রাজা, টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার ক্রেগ। চতুর্থ ম্যাচে দুই অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা, টিভি আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গিলেস্পি। আর শেষ ম্যাচে দুই অনফিল্ড আম্পায়ার গ্যাফানি ও রাজা, ধর্মসেনা টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারস্যাম নোগাস্কি।
এমআর/টিকে