আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য ও প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। জাতিসংঘ সংশ্লিষ্ট বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তথ্য ও পরিদর্শন প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য তেহরানকে নতুন করে আহ্বান জানানোর পর এটি গ্রহণ করা হয়েছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি ১৯টি দেশের সমর্থনে পাস হয়েছে। এতে রাশিয়া, চীন ও নাইজার বিরোধিতা করেছে। এছাড়া ১২টি দেশ ভোটদানে বিরত থেকেছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ইরানকে অবশ্যই বিলম্ব ছাড়াই পরমাণু উপকরণ, হিসাব-নিকাশ এবং সুরক্ষিত স্থাপনা সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য দিতে হবে এবং সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি প্রস্তাবের পর সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবের প্রতিক্রিয়া ইরান পরে জানাবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার জানান, হামলাগ্রস্ত স্থাপনাগুলো নিয়ে আইএইএর সঙ্গে তারা কোনো সহযোগিতা করবে না। তিনি বলেন, আইএইএর নিয়ম অনুযায়ী আমরা কেবল সেই পারমাণবিক স্থাপনাগুলো নিয়েই সহযোগিতা করি, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।
আইএইএ প্রধান গ্রোসি জানান, হামলার পর সংস্থাটি কিছু পরিদর্শন করতে পারলেও ফোর্দো ও নাতানজের মতো হামলাকবলিত স্থাপনাগুলোতে এখনো প্রবেশাধিকার পায়নি।
টিজে/টিকে