বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে চলমান বায়ুদূষণের তালিকায় এবারও শীর্ষস্থান দখল করেছে ভারতের রাজধানী দিল্লি, যার বাতাস প্রবেশ করেছে চরম বিপজ্জনক স্তরে। তবে এই দূষণ তালিকার প্রথম সারিতেই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা চতুর্থ অবস্থানে।
এই পরিসংখ্যান প্রমাণ করে যে এশিয়ার শহরগুলোতে বায়ুমানের অবনতি জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
আজ শুক্রবার (২১শে নভেম্বর) সকাল ০৮:০২ (স্থানীয় সময়) এর তথ্যানুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে ৫২০, যা বিপজ্জনক শ্রেণীর অন্তর্ভুক্ত। এর বিপরীতে, ঢাকার AQI দাঁড়িয়েছে ২৫২, যা খুবই অস্বাস্থ্যকর মাত্রার মধ্যে পড়ে। অর্থাৎ, ঢাকার বাতাস বর্তমানে শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এমকে/এসএন