গুরুদায়িত্ব পালনে বরাবরই সিদ্ধহস্ত শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এজন্য খ্যাতি কুড়িয়েছেন বিশ্বজোড়া, জায়গা পেয়েছেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলেও। এবার নতুন এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে বাংলাদেশি এই আম্পায়ারের মুকুটে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টেস্ট সিরিজ অ্যাশেজে দায়িত্ব পালন করবেন তিনি।
পার্থে শুরু হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। এই টেস্টে বারবার শোনা যাবে সৈকতের কণ্ঠ। তিনি আছেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের ভূমিকায়। অন ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথম টেস্টে দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শন ক্রেইগ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলে।
মাদুগলে দ্বিতীয় টেস্টেও ম্যাচ রেফারির দায়িত্বে। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশের সৈকতকে। তার সঙ্গী হবেন হোল্ডস্টক। ব্রিসবেন টেস্টের পাঁচ দিনেই সৈকত সামলাবেন মাঠ পরিচালনার গুরুদায়িত্ব। এছাড়া নিতিন মেনন তৃতীয় আম্পায়ার ও ফিল গিলেস্পি চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।
অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর। সেই টেস্টে নিতিন মেনন ও আহসান রাজা অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ক্রিস গ্যাফানি তৃতীয় ও শন ক্রেইগ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে। ক্রিস গ্যাফানির সাথে এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। আহসান রাজা তৃতীয় ও ফিল গিলেস্পি চতুর্থ আম্পায়ার। আর সিডনিতে শেষ টেস্টে গ্যাফানি ও আহসান রাজা অন ফিল্ড আম্পায়ার, ধর্মসেনা তৃতীয় আম্পায়ার এবং স্যাম নগাজস্কি চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সৈকতকে তাই দেখা যাবে না দ্বিতীয় ম্যাচের পর থেকে। এদিকে শেষ তিন ম্যাচে ম্যাচ রেফারি জেফ ক্রো।
আইকে/এসএন