জনগণ ছাড়া আর কারোরই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র এখতিয়ার এবং ক্ষমতা হলো জনগণের। আর কারো না। কালো আইন করে একটি রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া সম্ভব না।
এটা পৃথিবীর কেউ পারেনি।’
একটি ইউটিউব চ্যানলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, ‘আদালতের মাধ্যমে একটি বিচার করেছে। ওনারা বলছেন এটা আন্তর্জাতিক মানের বিচার।
কিন্তু কোনো আন্তর্জাতিক সংস্থা তো গ্রহণ করছে না। এটার কী হবে? ইউনূস সাহেব ও তার প্রেসং উইং, আদালত, ওনার প্রসিকিউটর বা ইউনূস সাহেবকে যারা সাপোর্ট করে কিছু পেতে চায়, তারা আওয়ামী লীগকে কিভাবে মূল্যায়ন করেন, সেটা দিয়ে দুনিয়া চলবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে সমালোচনা করি। আমরা এগুলোকে নির্বাচন বলি না।
কিন্তু কোনো নির্বাচনে দলগুলোকে নিষিদ্ধ করা হয়নি। বিএনপিকে নিষিদ্ধ করা হয়নি। বিএনপির স্ট্র্যাটেজিক কারণে বুঝছে নির্বাচন ভালো হবে না।
সেকারণে তারা আসেনি। কিন্তু ওরা আসতে চাইলে আসতে দেব না এ কথা কেউ বলেনি।
কিন্তু এখন কী হইছে? নৌকা থাকবেই না।’
মাসুদ কামাল বলেন, ‘আপনি বিচার করতে চাচ্ছেন বিচার করেন। কোনো আপত্তি নেই। বিচার শুরু করছেন বিচার হচ্ছে। বিচার হোক। বিচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেন তুমি আর কিছু করতে পারবা না। যেহেতু বিচার শুরু হইছে অতএব নির্বাচন করতে পারবা না। পৃথিবীর কোনো দেশ কোনো আইন এটা মানবে? এই আইনকে সংশোধন করে দিছে। কবে করেছে? এই সরকারের আমলে করেছে।’
এমকে/এসএন