জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ভারতের মূল সমস্যা হলো চারদিকের সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গেই তাদের সম্পর্ক টানাপড়েনে ভরা। ফলে ভারত নিজেকে কিছুটা বেকায়দায় মনে করে। তবে ভবিষ্যতে বাংলাদেশে যে-ই সরকারে আসুক, ভারত তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য হাত বাড়াবে। নতুন সরকারও চাইলে শেখ হাসিনা ইস্যুকে আলোচনার বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারে, এটা সম্পূর্ণ তাদের কূটনৈতিক দক্ষতার ওপর নির্ভর করবে।
সম্প্রতি একটি টক শো প্রগ্রামে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে ভালোবাসে, এর বিশেষ যুক্তি না থাকলেও বাস্তব কারণ আছে। শেখ হাসিনা অতীতে ভারতকে যে সুবিধা দিয়েছেন, ভারত তা ভুলতে পারছে না।
তিনি আরো বলেন, ভারতের দিক থেকে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ হলেও, রাষ্ট্র হিসেবে ভারত শেষ পর্যন্ত নিজের স্বার্থই দেখবে।
কারণ যে সুবিধা শেখ হাসিনা দিতেন, তা বিএনপি বা জামায়াতের মতো দলীয় সরকারের কাছ থেকে পাওয়া কঠিন। তবু কিছুটা পাওয়া গেলে ভারত সেটাও গ্রহণ করবে। তবে শেখ হাসিনাকে ভারতে রেখে তাদের বড় কোনো রাষ্ট্রীয় লাভ হবে এমনটি নয়।
এমকে/এসএন