নৈতিকতার জায়গায় আমরা নিশ্চয়ই ভালো না মন্তব্য করে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘আমরা একটা পুরো জাতি এতদিন শেখ হাসিনার মতো একটা বিকৃত মস্তিষ্কের মানুষ দিয়ে এই দেশটাকে শাসন করিয়েছি। নিশ্চয়ই আমাদের অনেক ভুল ছিল। আল্লাহ তো বলেছেন, যে দেশের মানুষ যত খারাপ, আমি তাদের জন্য তার চেয়ে বেশি খারাপ শাসক পাঠাই। তার মানে আমাদের যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, তার মানে আমরা আমাদের নৈতিকতার জায়গায় নিশ্চয়ই ভালো না।’
ধানমন্ডি ৩২-এর বাড়ি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে সেই সম্পত্তির মালিক সরকার। জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে বা দেশ চলে। তাহলে যে সম্পত্তিটার মালিক জনগণ। ওই একটা ইটের টুকরা ভাঙার মধ্যে আমি কোনো মহত্ত্ব দেখি না।’
তিনি বলেন, ‘পৃথিবীর উন্নত দেশগুলোতেও অন্যায় হয়। অন্যায়ের পর লোকজন জেলে যায়। তাদের বাড়িঘর কিন্তু রেখে দেওয়া হয় ফিউচারে তাদের সন্তানদেরকে দেখানোর জন্য। আপনি আমাকে অত্যাচার করেছেন, আমি সুযোগ পেয়ে আপনার এক হাত ভেঙে দিব। তাহলে আস্তে আস্তে এই দেশে কোনো মানুষ থাকবে না।’
কেএন/এসএন