ইমরান কি তার স্কুলে আবার আগের মত করে ফিরতে পারবে বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। মাসুদ বলেন, কুমিল্লার নাঙ্গলকোটে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন মিয়া। তার বয়স ১৫ বছর। দুদিন আগে গভীর রাতে তার বাড়িতে ঘেরাও দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
মাসুদ কামাল বলেন, কি অপরাধ? সে নাকি ছাত্রলীগ করে। পুলিশের সন্দেহ সে ছাত্রলীগ কর্মী। বৃহস্পতিবার থেকে তার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে সে অংশ নিতে পারবে না। কারণ সে এখন জেলে।
তাকে সংশোধনী কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
মাসুদ বলেন, সে পরীক্ষায় অংশ নিতে পারছে না। সাত-আট মাস পরে সে মুক্তি পেয়ে যাবে।
তাকে সংশোধন করা হবে। এই ছেলেটা কি তার স্কুলে আবার আগের মত করে ফিরতে পারবে? কি তার অপরাধ? সে নিজেও জানে না তার কি অপরাধ। সে কোনোদিন মিছিল মিটিং কিছু করেনি বলে তার ফ্যামিলি এবং স্কুল থেকে দাবি করা হচ্ছে।
মাসুদ আরো বলেন, ছেলেটা কোনো পলিটিক্স করে না। তাহলে পুলিশ তাকে ধরল কেন? পুলিশ ধরেছে এ কারণে যে, শেখ হাসিনার মামলার যে রায়টা হল ১৭ তারিখে সেই রায় উপলক্ষে ওখানে নাকি ছাত্রলীগ একটা ঝটিকা মিছিল করেছে।
আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মিলে। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের একজন বলেছে যে, এই ইমরান হোসেনও তাদের সঙ্গে ছিল। ওই একজনের বলার ওপর ভিত্তি করে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে।
পিএ/এসএন