কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পান ভারতের অধিনায়ক শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একজন কম ব্যাটার নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। এই বিব্রতকর হারের আগে বাকি সময়ে দলকে নেতৃত্ব দেন ঋশাভ পান্ত। গুয়াহাটি টেস্টেও ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি।
ইনজুরির কারণে এক রাত হাসপাতালে ছিলেন গিল। পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়। পরশু (১৯ নভেম্বর) দলের সঙ্গে গুয়াহাটিতে যান ২৬ বছর বয়সী। কিন্তু দ্বিতীয় টেস্টের জন্য পূর্ণ ফিটনেস ফিরে পাননি। তাকে মুম্বাইয়ে ফেরত পাঠানো হয়েছে।
কলকাতায় ভারত ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে হেরেছে। ব্যাটিং ধসের পর সিরিজ হারানোর শঙ্কায় তারা। আগামীকাল (শনিবার) হবে সিরিজ নির্ধারণী শেষ টেস্ট।
লম্বা ফরম্যাটে এই বছরের শুরুতে ভারতের অধিনায়ক হন গিল। তারপর আট টেস্টে চার সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করেছেন একটি। দ্বিতীয় টেস্টে তাকে না পাওয়া ভারতের জন্য বড় ধাক্কা।
ইএ/এসএন