ভূমিকম্পের পর দেশের মানুষ নিরাপদ রয়েছেন, তা ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্প যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সুস্থতা কামনা করি।’
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ আরও বলেন, ‘আজকের ভূমিকম্প হওয়ার পর ভাবার কোনো কারণ নেই, আমরা অনেক নিরাপদ আছি। তাই রাষ্ট্রীয় ভাবে জরুরি পদক্ষেপ নিতে।’
এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। মাঝারি এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ইএ/এসএন