অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলেছেন, “চিটিং ইজ চিটিং। ইমোশনাল হোক বা ফিজিক্যাল-সবটাই চিটিং। এবার সেটা নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করছে। সেটা নিয়ে জীবনে কীভাবে এগোবে, সম্পর্কটি ছেড়ে দেবে নাকি ক্ষমা করে সঙ্গে নিয়ে এগোবে-সবই ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত।”
এবি/টিকে