নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের খেলা মাঠে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জাহানারা বেগম।
সমাবেশে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন বয়সী নারীরা অনুষ্ঠানে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর কাছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে, সমাধানের দাবি জানান।
এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অসহায় নারীরা প্রতিমাসে তাদের একটি সম্মানি পাবেন। তাদের আর কষ্ট করতে হবে না।
তিনি বলেন, বিগত সরকারের আমলে গ্যাস দেওয়ার কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বাহিনীরা টাকা পয়সা লুটাপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে বৈধভাবে গ্যাস দেয়ার ব্যাপারে চেষ্টা করা হবে। এলাকায় রাস্তাঘাট, সেতু কালভার্ট তৈরি ও সংস্কার করা হবে। আগামী নির্বাচনে নারীদের ক্ষমতায় বিশেষ ভূমিকা রাখা হবে।
তিনি বলেন, তিনি নির্বাচিত হলে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে মানুষ যেন স্থায়ীভাবে নিজেদের জমিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা হয়।
চনপাড়া তথা রূপগঞ্জে মাদকমুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আগামী নির্বাচনে আপনাদের দেওয়া সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে এ আসন উপহার দেব, ইনশাআল্লাহ।
টিজে/টিকে