গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে এনরিক নর্কিয়া। এরমধ্যে আবুধাবি টি টেন লিগে খেলেছেন তিনি, খেলেছেন আইপিএলেও। সম্প্রতি স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যা কাটিয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার টি-২০ চ্যালেঞ্জে।
টি-২০ চ্যালেঞ্জের ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করে নর্কিয়া ফিরলেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ডাক পেয়েছেন তিনি। টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে টি-২০ সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী মাসে। কুটাকে প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। চন্ডিগড়ে ১১ ডিসেম্বর দ্বিতীয়, ধর্মশালায় ১৪ ডিসেম্বর তৃতীয়, লখনৌতে ১৭ ডিসেম্বর চতুর্থ ও আহমেদাবাদে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।
কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য শক্তিশালী দলই দিয়েছে। জায়গা ধরে রেখেছেন কুইন্টন ডি কক, ফলে নেই রায়ান রিকেল্টন। ১৬ সদস্যের দলের নেতৃত্বভার এইডেন মারক্রামের ওপর।
দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলও দিয়েছে। পাকিস্তান সিরিজ মিস করা নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন। বাদ পড়েছেন ত্রিস্টান স্টাবস। করবিন বোশ, ওটনেইল বার্টম্যান, দেওলাদ ব্রেভিস, ডি কক, টনি ডি জর্জি, কেশভ মহারাজ ও মার্কো ইয়ানসেন দুই দলেই রয়েছেন।
ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর থেকে।
ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রবিন হারম্যান, কেশভ মহারাজ, মার্কো ইয়ানসেন, এইডেন মারক্রাম, রায়ান রিকেল্টন ও প্রেনেলান সুব্রায়েন।
টি-২০ স্কোয়াড
এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, দনোভান ফেরেইরা, রেজা হেন্ডরিকস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নর্কিয়া ও ত্রিস্টান স্টাবস।
ইএ/টিকে