বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেরা বোলার এখন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ধরে ফেলেছেন এই বাঁহাতি স্পিনার। দুজনের নামের পাশেই এখন ২৪৬টি উইকেট।
পরের ইনিংসেই সাকিবকে টপকে শীর্ষে উঠার হাতছানি তাইজুলের সামনে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান তিনি। তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল বলেন, এখনই সামনের কথা বলতে চান না তিনি।
তাইজুল বলেন, 'দুই বছর পর কী হবে এটা বলা কঠিন। একজন ক্রিকেটার হিসেবে যতদিন খেলবেন, পারফরম্যান্সই কথা বলবে কতদূর যেতে পারবেন। আমার মনে হয়, এখানে প্রক্রিয়াটা খুব জরুরি, সঙ্গে পারফরম্যান্স। আমার মনোযোগ থাকবে পারফরম্যান্সের দিকে। যতদিন আমি খেলব, পারফরম্যান্স করতে পারব, ততদিন আমি হয়তো একটা ভালো অবস্থায় যেতে পারব।'
নির্দিষ্ট করে কোনো উইকেট সংখ্যা ভেবে রেখেছেন কিনা। উত্তরে তাইজুল বলেন, 'না (নির্দিষ্ট কোনো সংখ্যা নয়)। আমাকে যদি আল্লাহ ৭০০ উইকেট দেযন আমি ৭০০টাই নিতেই রাজি আছি।'
তাইজুল জানান, ক্যারিয়ারের শুরু থেকেই কখনও লক্ষ্য ঠিক করে এগোননি তিনি, 'আসলে প্রত্যেক ক্রিকেটারেরই একটা লক্ষ্য থাকে যে, জাতীয় দলে খেলব। প্রথম লক্ষ্য এটাই থাকে। জাতীয় দলে খেলার পরে কতদূর যাব... হয়তো অনেকের অনেক লক্ষ্য থাকে। তবে আমার এরকম কোনো লক্ষ্য ছিল না যে, এখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। আমি চেষ্টা করব ক্যারিয়ারের শেষ পর্যন্ত যত দূর যেতে পারি।'
এবি/টিকে