বড়দিনকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে বছরের সবচেয়ে উজ্জ্বল আলো মৌসুমের সূচনা হলো। শহরের কেন্দ্রীয় এলাকা থেকে শুরু করে প্রধান বাণিজ্যিক সড়কজুড়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী লিসবনের 'প্রাকা ডো কমেরসিও' চত্বরে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক সন্ধ্যা সাড়ে ৬টায় কাউন্টডাউন শেষে একযোগে শহরের প্রধান বড়দিনের আলোকসজ্জা জ্বলে ওঠে। আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই পুরো চত্বরজুড়ে উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে লাইট শো, ক্রিসমাস গান এবং শীতের বিশেষ পরিবেশে শহরটি মুহূর্তেই এক উজ্জ্বল রূপকথার নগরীতে পরিণত হয়।
এ বছর লিসবনের বড়দিনের আলোকসজ্জা আগের তুলনায় আরও বিস্তৃত ও দেখার মতো। শহরের বিভিন্ন সড়ক, স্কোয়ার ও ঐতিহাসিক স্থাপনায় স্থাপন করা হয়েছে হাজারো এলইডি লাইট।
বিশেষ করে রুয়া অগাস্টা, রুয়া গ্যারেট, অ্যাভেনিডা দা লিবারদাদে এবং বাক্সিয়া অঞ্চলে সাজানো হয়েছে ভিন্নধর্মী আলোক-ইনস্টলেশন, যা ইতোমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আকর্ষণ করে তুলেছে।
এ বছরও বড়দিনের আলোকসজ্জায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হয়েছে। সমস্ত আলোকসজ্জায় কম বিদ্যুৎ ব্যবহারকারী (শক্তি সাশ্রয়ী) এলইডি আলো ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী। পাশাপাশি, নগর প্রশাসন কয়েকটি স্থানে পুনর্ব্যবহৃত সাজসজ্জা ব্যবহার করে একটি টেকসই উৎসব আয়োজনের উদাহরণ তৈরি করেছে।
আরপি/টিকে