প্রথম দিন শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার চার উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল ভারতের বোলাররা। তারা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার আভাস দিলেও আজ (রোববার) গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ছিল বলা চলে। মুথুরান সামি ও মার্কো জানসেনের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে পাঁচশ রানের কাছে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।
৬ উইকেটে ২৪৭ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। মুথুসামি ২৫ ও কাইল ভেরেইন্না ১ রানে খেলতে নামেন। এক রানের এই অবিচ্ছিন্ন জুটি দক্ষিণ আফ্রিকাকে শক্ত অবস্থানে নেয়। ৮৮ রানের এই জুটি ভেঙে যায় লাঞ্চের পরে। ৫ রানের আক্ষেপে পোড়েন ভেরেইন্না। ১২২ বলে ৫ চারে ৪৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে ঋষাভ পান্তের গ্লাভসে ধরা পড়েন তিনি।
তারপর মুথুসামি ও জানসেনের ৯৭ রানের জুটিতে চারশ পার করে ভারতকে হতাশায় ভাসায় দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ২০৬ বলে ১০ চার ও ২ ছয়ে ১০৯ রান করেন মুথুসামি।
সিমন হারমার ও জানসেন মিলে দলীয় স্কোর পাঁচশ ছাড়ানোর ইঙ্গিত দেন। হারমার (৫) বড় ইনিংস খেলতে পারেননি। তিনি আউট হওয়ার পর জানসেন শেষ জুটিতে সেঞ্চুরি করতে পারেন কি না, তা নিয়ে ছিল কৌতূহল।
পারেননি। জানসেন সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৯১ বলে ৬ চার ও ৭ ছয়ে ৯৩ রান করেন এই পেসার। তাকে নিজের চতুর্থ শিকার বানান কুলদীপ যাদব। সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন এই স্পিনার।
দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। কুলদীপের চার উইকেটের বিপরীতে দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও জাদেজা।
জবাব দিতে নেমে ভারত কোনো উইকেট না হারিয়ে ৯ রানে দিন শেষ করেছে। ৭ রানে যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল ২ রানে অপরাজিত আছেন। এখনো তারা ৪৮০ রানে পিছিয়ে।
টিজে/টিএ