জাপান অস্পর্শযোগ্য ‘লাল দাগ’ ছুঁয়ে ফেলছে : চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, জাপানের নেতার পক্ষ থেকে প্রকাশ্যে তাইওয়ান বিষয়ে ভুল বার্তা পাঠানো ছিল ‘আশ্চর্যজনক’। এক সরকারি বিবৃতিতে রবিবার এ তথ্য জানানো হয়।
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্ব দুই দেশের সম্পর্ক নাড়িয়ে দিয়েছে।

যেটি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ওয়াং বলেন, জাপান এমন এক ‘লাল দাগ’ ছুঁয়ে ফেলছে, যা স্পর্শযোগ্য নয়।

তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিরুদ্ধে তাইওয়ান নিয়ে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করার অভিযোগ আনেন। ওয়াং ই ৭ নভেম্বর পার্লামেন্টে তাকাইচির দেওয়া সেই মন্তব্যের প্রতি ইঙ্গিত করছিলেন, যেখানে তিনি এক প্রশ্নের উত্তরে বলেন চীন যদি গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানে হামলা চালায়, তাহলে টোকিওর পক্ষ থেকে সামরিক প্রতিক্রিয়া শুরু হতে পারে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ, যা বছরের পর বছর পর চীন-জাপান সম্পর্কের সবচেয়ে বড় সংকট এখন বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার চীন বিষয়টি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তোলে এবং আত্মরক্ষার অঙ্গীকার করে।

বেইজিং গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে মনে করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বলপ্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি। তাইওয়ানের সরকার বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করে এবং বলে যে দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল তাইওয়ানের জনগণের।

জাতিসংঘে পাঠানো চিঠির প্রতিক্রিয়ায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার চীনের অভিযোগকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করে এবং জানায়, শান্তির প্রতি জাপানের অঙ্গীকার অপরিবর্তিত।

দক্ষিণ আফ্রিকায় জি২০ নেতাদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাকাইচি ওয়াংয়ের মন্তব্য বা ওই চিঠি সম্পর্কে কিছু বলেননি।

তিনি শুধু বলেন, জাপান এখনো চীনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা দরজা বন্ধ করছি না। কিন্তু কোন বিষয়গুলো স্পষ্টভাবে বলা প্রয়োজন—জাপানের পক্ষে তা স্পষ্টভাবে জানানোই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো জানান, সম্মেলনে উপস্থিত চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তার কোনো কথা হয়নি।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জাতিসংঘে পাঠানো চিঠিকে নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চিঠির ভাষা শুধু অমার্জিত ও অযৌক্তিকই নয়, বরং এটি ইচ্ছাকৃতভাবে ঐতিহাসিক সত্য বিকৃত করেছে। এ ছাড়া এটি জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ লঙ্ঘন করে, যা আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগের হুমকি কিংবা ব্যবহার নিষিদ্ধ করে।’

ওয়াং বলেন, জাপানের এই পদক্ষেপের জবাবে ‘চীনের দৃঢ়ভাবে প্রতিহত করা’ প্রয়োজন নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য, এবং যুদ্ধ-পরবর্তী ‘রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত সাফল্য’ রক্ষার জন্য।

তিনি আরো বলেন, যদি জাপান ‘তার ভুল পথে অটল থাকে এবং এ পথেই চলতে থাকে’, তাহলে সব দেশ ও জনগণের অধিকার আছে ‘জাপানের ঐতিহাসিক অপরাধগুলো পুনর্মূল্যায়ন করার’ এবং ‘জাপানি সামরিকবাদের পুনরুত্থান দৃঢ়ভাবে প্রতিরোধ করার’।

চীন যুক্তরাষ্ট্রের পর জাপানের সবচেয়ে বড় রপ্তানি বাজার। ২০২৪ সালে চীন প্রায় ১২৫ বিলিয়ন ডলারের জাপানি পণ্য আমদানি করেছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img

মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে Nov 23, 2025
img
জিয়াগঞ্জে লুকিয়ে গুপ্তধন! কোথায় যায় অরিজিতের কোটি কোটি টাকা? Nov 23, 2025
img
নেপালের কাছে হারল বাংলাদেশ Nov 23, 2025
img
‘পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ’ - হাইকোর্ট Nov 23, 2025
img
রাষ্ট্র সুযোগ দিলে ইমামরা অনেক কিছু করতে পারেন : আহমাদুল্লাহ Nov 23, 2025
img
নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন ইমরান-ন্যান্সি Nov 23, 2025
img
জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন তাহেরি Nov 23, 2025
img
বিয়ের অনুষ্ঠানে ‘ডোলা রে’ গানে নেচে নস্টালজিয়া ফেরালেন মাধুরী Nov 23, 2025
img
দিতিপ্রিয়াকে লক্ষ্য করেই কি ইঙ্গিতপূর্ণ খোঁচা মানালির? Nov 23, 2025
img
পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে পরিস্থিতি জটিল হবে : কৃতি স্যানন Nov 23, 2025
img
বাংলাদেশে জ্বালানি রূপান্তর ও পরিবহনব্যবস্থা উন্নয়নে আগ্রহী ফ্রান্স Nov 23, 2025
img
মানসিক সুস্থতা ফেরাতে অভিনেতা রনিত রায়ের বিশেষ সিদ্ধান্ত Nov 23, 2025
img
জেলেনস্কিকে অকৃতজ্ঞ বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Nov 23, 2025
img
টাকার জন্য বিয়ে বাড়িতে নাচব না : রণবীর কাপুর Nov 23, 2025
img
জামায়াত প্রার্থীর অসুস্থ স্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে বিএনপি প্রার্থী Nov 23, 2025
img
মৌসুমের প্রথম মোহামেডান-আবাহনী দ্বৈরথ কুমিল্লায় Nov 23, 2025
img
গাইবান্ধায় কারাগারে প্রাণ গেল আ.লীগ নেতার Nov 23, 2025
img
ফাইনালে বাংলাদেশকে ১২৬ রানের টার্গেট দিল পাকিস্তান শাহিনস Nov 23, 2025
img
জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণে ১৮ হাজার নিবন্ধন Nov 23, 2025
img
মাত্র ২৬ বছর বয়সেই অসমাপ্ত স্বপ্ন নিয়ে ঝরে যাওয়া তারকা নাফিসা Nov 23, 2025