দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পর এই মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। নিয়মিত অধিনায়ক শুভমান গিল প্রথম টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে যাওয়ায় ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পেয়েছেন রাহুল।
কলকাতা সিরিজে ভারতের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র তিন বল খেলতে পেরেছিলেন শুভমান গিল। এরপর ঘাড়ে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। সেই টেস্টে ভারতের হয়ে আর মাঠে নামতে পারেননি গিল। অধিনায়কের অনুপস্থিতিতে ভারত ইডেন গার্ডেন্সে পরাজিত হয়। সেই চোটে গুয়াহাটি টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন ভারতের এই নিয়মিত অধিনায়ক।
রোববার (২৩ নভেম্বর) ওয়ানডে সিরিজের জন্য কেএল রাহুলকে অধিনায়ক রেখে দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন রিশভ পন্ত। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে তিনি স্কোয়াডে আছেন। গত বছর আগস্টে শ্রীলঙ্কা সফরে শেষবার ওয়ানডে দলে ছিলেন পন্ত।
গত দুই মাসে এশিয়া কাপ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ঘরের মাঠে টানা চার টেস্ট খেলা জাসপ্রীত বুমরাহকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় গত মাসে প্লিহায় চোট পাওয়া শ্রেয়াস আইয়ারকেও স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়নি।
আইয়ারের অনুপস্থিতি মিডল অর্ডারে তিলক ভার্মাকে সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে রাজকোটে ওয়ানডে খেলেছেন তিনি। মিডল অর্ডারে জায়গা পেতে পন্তের সঙ্গে লড়তে হবে তাকে। অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এই সিরিজে ফেরানো হয়েছে রবীন্দ্র জাদেজাকে। নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর বাকি দুই অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন। তবে জায়গা হয়নি অক্ষর প্যাটেলের।
মোহাম্মদ সিরাজও অনুমিতভাবে বিশ্রাম পেয়েছেন। আর্শদীপ সিংয়ের সঙ্গে প্রসিধ কৃষ্ণা এবং হারশিত রানা সামলাবেন ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব। মিডল অর্ডারে জায়গা পেতে লড়বেন ধ্রুব জুরেলও।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রিশভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।
এমআর/টিকে